আমরা বিশ্বাস করি ফ্রেশ এবং অরগানিক খাবার ই একমাত্র ভাল থাকার উপাই!
আর তাই আমাদের এই উদ্যেগ। আমরা চাই বিশেষ করে শহরের মানুষ যারা আছেন তাদের ঘরে ঘরে অরগানিক কৃষি পন্য, ফল পাঠিয়ে দিতে।
আমরা একদল তরুন দিনাজপুর থেকে এই উদ্যেগ হাতে নিয়েছি, আমরা মনে প্রানে বিশ্বাস করি যে শহুরের মানুষ গ্রামের এই সব অরগানিক কৃষি পন্য এবং ফল মিস করে, তাদের এই চাহিদা পূরণ এর লক্ষ্যে আমরা দিন-রাত সমান ভাবে কাজ করে যাচ্ছি